নদী বিদৌত নাওডোবা ইউনিয়নের পাশ প্রায় উপর দিয়ে বয়ে গেছে পদ্মা নদী । নাওডোবা ইউনিয়নের প্রায় অর্ধেকেরও বেশি বিলিন হয়ে গেছে পদ্মায়। কৃষক হারিয়েছে কৃষি জমি আর ঘর-বাড়ী হারিয়েছে গ্রেষ্থ। নদীতে জেগে উঠেছে চর। বর্ষা মৌসুমে ভয়াবহ রুপ ধারন করে এই নদীটি। নাওডোবা বাজারের মাঝ দিয়ে বয়ে গেছে একটা মরা নদী বর্ষা মৌসুমে এর ব্যপক পানি থাকলেও শুকনো মৌসুমে তা একেবারেই শুকিয়ে যায়। একবেকে সাপের মত ছুটে চলা এই নদীটি পদ্মার শাখা নদী হলেও এর কোন নির্দিষ্ট নাম জানা যায়নি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস