Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দুইটা পুণর্বাসন কেন্দ্র । যার ১টা নাওডোবা এবং ২য় টার ৩ চতুর্থাংশ নাওডোবাতে অবস্থীত।
স্থান

নাওডোবা বাজারের ১০০ গজ পশ্চিমে এবং মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ফেরী ঘাট হতে ৫০০ (আনুমানিক) মিটার পশ্চিমে।

কিভাবে যাওয়া যায়

ঢাকা থেকে: ঢাকা গুরিস্থান থেকে বাসে চড়ে মাওয়া পর্যন্ত। তারপর লঞ্চ বা ফেরি অথবা ট্রোলার এ করে মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ফেরী ঘাট হতে ৫০০ (আনুমানিক) মিটার পশ্চিমে। আরেক মাওয়া থেকে লঞ্চ বা ফেরি অথবা ট্রোলার এ করে শরীয়তপুর। তারপর অটো যোগে নাওডোবা পুণর্বাসনে আসা যায়। শরীয়তপুর হতে সরাসরি আসা যায়। আবার আলাদা আলাদা ভাবেও আসা যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

পদ্মা সেতুতে ক্ষতিগ্রস্থদের আবাসন সৃ্ষ্টির লক্ষেএটা নির্মান করা হয়।